ভারতের কাটা ঘায়ে নুনের ছিটা নিশামের : ‘‌ফাইনালের টিকিট বিক্রি করে দাও’‌

ভারতীয় সমর্থকদের কাটা ঘায়ের ওপর নুনের ছিটা দিযে দিলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার জিমি নিশাম। ভারত ফাইনালে উঠবে এই আশায় লর্ডসের গ্যালারির টিকিট কেটে রেখেছিলেন ভারতীয় ভক্তরা। কিন্তু সেমিফাইনালে কিউয়িদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বিরাটদের। মন ভেঙে গেছে ভারতীয় ভক্তদের।
তার মধ্যে শনিবার আবার টুইটারে ভারতীয় ভক্তদের খোঁচা দিলেন নিশাম। তিনি অবশ্য ভারতীয় ভক্তদের একটা অনুরোধ করেছেন। কিন্তু সেই অনুরোধে রয়েছে কটাক্ষ। নিশাম বলে দিয়েছেন, ‘‌প্রিয় ভারতীয় ভক্তরা। তোমরা যদি ফাইনাল দেখতে না চাও। তাহলে টিকিটগুলো অনলাইনে বিক্রি করে দাও। জানি এতে তোমাদের অনেক লাভ হবে। একইসঙ্গে অনেক কিউই ভক্ত মাঠে আসতে পারবে।’‌
এই টুইটে রাগ হওয়ারই কথা ভারতীয়দের। একে তো ফাইনালে না উঠতে পারার যন্ত্রণা। তার উপর নিশামের এই কটাক্ষ। এটা ঘটনা যে অনেক ভারতীয়ই ফাইনালের টিকিট কেটে রেখেছিলেন। এখন তাদের কাছে দুটি উপায় রয়েছে। হয়, ফাইনাল দেখতে যাওয়া। নয়ত টিকিট বিক্রি করে দেয়া। তবে নিশাম কিন্তু খোঁচা মেরেই দিলেন।

Share this post