কোহলি আউট, ভারতের অধিনায়ক হচ্ছেন রোহিত!

বিশ্বকাপের পরই বদলে যাচ্ছে ক্যাপ্টেন। অভাবনীয় হলেও এমনটাই সত্যি বলে জানাচ্ছে ভারতীয় মিডিয়া। খবরে বলা হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পরা দেখা যাবে রোহিত শর্মাকে। বিরাট কোহলিকে নয়। টিম ইন্ডিয়ার সূত্রে এমনটাই জানানো হচ্ছে।
অবশ্য পাকাপাকিভাবে নয়, রোহিতকে পার্টটাইম সময়ের জন্যই অধিনায়ক বাছা হচ্ছে। বিশ্বকাপের পরে দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। চলতি মাসের ১৭-১৮ তারিখে মুম্বইতে নির্বাচকরা ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা করবেন।

তবে সূত্রের খবর, সেই সফরের জন্য বিশ্রাম দেয়া হতে পারে বুমরা, শামি, চাহালসহ প্রথম একাদশের একাধিক ক্রিকেটারকে। সীমিত ওভারের সিরিজে খেলবেন না কোহলি। তিনি সরাসরি অ্যান্টিগুয়াতে প্রথম টেস্টে দলের সঙ্গে যোগ দেবেন। কোহলির অনুপস্থিতিতেই সীমিত ওভারের তিনটি ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

জানা গেছে, মহেন্দ্র সিং ধোনিও ক্যারিবিয়ান সিরিজে খেলতে যেতে আগ্রহী নন। সাময়িক বিশ্রাম চান তিনিও। ইংল্যান্ড থেকে দেশে ফেরার বিমানের টিকিট এখনো পাননি কোহলিরা। দেশে ফেরার পরে বোর্ডের তরফে ধোনির সঙ্গে আলোচনা করা হবে তার ভবিষ্যৎ নিয়ে। জানা গিয়েছে, সেখানে ধোনি ক্যারিবিয়ান সিরিজে খেলতে যেতে চান না, একথা জানাবেন। তিনি না গেলে, ঋষভ পন্থ ও দীনেশ কার্তিক দুই উইকেট কিপারকেই পাঠানো হবে ক্যারিবিয়ান মুলুকে।

বোর্ডের এক কর্তা জানাচ্ছেন, “বিশ্বকাপ সবেমাত্র শেষ হয়েছে। দেশে ফিরুক দল। বিশ্বকাপের বিপর্যয় এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দল। ধোনির মতামত শোনার অপেক্ষায় থাকবে বোর্ড।”

Share this post

scroll to top