বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে। ত্রিদেশীয় সিরিজে দুদলের দ্বিতীয় ম্যাচ এটি। বৃহস্পতিবার ডাবলিনের দ্য ভিলেজ মাঠে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি বাগড়া হয়ে দাঁড়িয়েছে দুদলের প্রতিপক্ষ হয়ে। তবে বৃষ্টি বন্ধ হলে খেলা শুরু হওয়ার কথা রয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে মানসিকভাবে চাঙ্গা রয়েছে মাশরাফি বাহিনী। জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে অনেকখানি। স্বাগতিক দেশ আয়ারল্যান্ড প্রথম ম্যাচ উইন্ডিজের বিপক্ষে হেরে অনেকটা ব্যাকফুটে রয়েছে। তারাও চাইবে ঘরের মাঠে ভালো কিছু করতে। বলা যায়, বাংলাদেশকে এই ম্যাচে তারাও ছাড় দিয়ে কথা বলবে না। আর বাংলাদেশের লক্ষ্য স্বাগতিকদের বিপক্ষে জিতে ফাইনালে দিকে এগিয়ে থাকা।
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড একাদশ :
উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, আন্দ্রে ব্যালবির্ণি, লর্কেন ট্যাকার, ক্যাভিন ও’ ব্রায়েন, গ্যারী উইলসন, জর্জ ডকরেল, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, বয়েড রনকিন ও টিম মুরতাগ।