কুমিল্লায় বৃদ্ধকে হত্যাকারী গণপিটুনিতে নিহত

কুমিল্লায় আলী আকবর নামের এক বৃদ্ধকে ছুরিকাঘাতে আহত করে কসাই আলম নামের এক ব্যক্তি। তাকে ঘটনাস্থলে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে নেয়ার পর তারও মৃত্যু হয়।

কুমিল্লা সদর উপজেলার বালুতুপা এলাকায় বুধবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুতুপা এলাকার হালিম মিয়ার ছেলে কসাই আলম মিয়ার (৩৫) সাথে একই এলাকার চারু মিয়ার ছেলে আলী আকবরের (৭০) পারিবারিক বিরোধ চলে আসছিলো। বুধবার রাত ৮টার দিকে বালুতুপা মধ্য বাজারে একা পেয়ে আলী আকবরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আলম মিয়া। ঘটনাস্থলে তিনি নিহত হন। এ দৃশ্য দেখে স্থানীয়রা এসে আলম মিয়াকে গণপিটুনি দেয়। এতে আলম গুরুতর আহত হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, পারিবারিক বিরোধ থেকে হত্যার ঘটনা বলে প্রাথমিক ভাবে জেনেছি। পরে হত্যাকারীকে গণপিটুনি দিলে তিনিও মারা যান। দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top