বাংলাদেশে এখন তীব্র গরম। আর আয়ারল্যান্ডের ডাবলিনে গত দুই-তিন দিন তাপমাত্র ১১ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। গ্রীষ্মের গরম আবহাওয়া থেকে গিয়ে এমন শীত অস্বস্তিতে ফেলেছে টাইগারদের। গত শুক্র-শনিবার অনুশীলন থেকে তেমন ফায়দা নিতে পারেনি সাকিব তামিমরা। ফলে একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে ৮৮ রানের হার।
এ দিকে ত্রিদেশীয় সিরিজে দাপুটে এক জয়ে শুভ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস এখন উঁচুতে ক্যারিবীয়দের। এমন সূচনায় অন্যতম ভূমিকা ছিল ওপেনার জন ক্যাম্পবেলের ১৩৭ বলে করা ১৭৯ রানের ঝড়ো ইনিংসের। ক্যাম্পবেল সতর্কবার্তা দিয়ে রাখলেন বাংলাদেশকেও। এমন সমীকরণে আজ ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে ওয়েস্ট ইন্ডিজ ও কন্ডিশনের বিপক্ষেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ হারের পরে কন্ডিশন শব্দটা ব্যবহারের সুযোগ নেই মাশরাফিদের। কারণ ইংল্যান্ড বিশ্বকাপেও থাকবে কন্ডিশনের চ্যালেঞ্জ। সেটি আয়ারল্যান্ডেই জয় করতে হবে টাইগারদের। ত্রিদেশীয় সিরিজ তাই আত্মবিশ্বাস সঞ্চয়েরও। তবে কাজটা সহজ হবে না। বিশ্বকাপে জায়গা না পাওয়া আয়ারল্যান্ড একমাত্র ওয়ানডেতে ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে। আবার ওয়েস্ট ইন্ডিজ ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে।
বাংলাদেশের বোলারদের তাই উড়তে থাকা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের থামাতে হবে। তামিম-লিটনদের আবার ফিরতে হবে রানে। উইন্ডিজ এবং আইরিশ পেসারদের বিপক্ষে দিতে হবে ভালো পরীক্ষা। তৃতীয় প্রতিপক্ষ হিসেবে কন্ডিশন তথা শীত বাংলাদেশ দলকে কিছুটা বেকায়দায় ফেলবে, যার প্রমাণ ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে লজ্জাজনক পরাজয়।
দলের এমন পরাজয়ের কারণ হিসেবে কনকনে ঠাণ্ডা আবহাওয়াকে দায়ী করলেও ভিন্নমত পোষণ করেছেন টাইগারদের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। কন্ডিশনের দোহাই নয়, বরং সাফল্য পেতে ভিন্ন পথ অবলম্বনের পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। বিশ্বকাপে সাফল্য পেতে হলে দক্ষতার চেয়েও কৌশলের দিকে বেশি খেয়াল রাখতে হবে বলে মনে করেন তিনি।
এ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের পর উড়ছে উইন্ডিজ দল। শুধু ক্যাম্পবেল একা নন, আরেক ওপেনার শাই হোপকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৮ ওভারে দু’জন বিদায় নেয়ার আগে বিনা উইকেটে ৩৬৫ রান তুলেছেন। উদ্বোধনী জুটিতে এমন বিশ্বরেকর্ড গড়া ক্যাম্পবেল জানালেন, বাংলাদেশের বিপক্ষেও একই রকম আগ্রাসী ব্যাটিংয়ের অপেক্ষায় তিনি।