গাজায় অস্ত্রবিরতিতে সম্মত ফিলিস্তিন

ফিলিস্তিনি নেতারা সোমবার ভোর থেকে ইসরাইলের সাথে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। ২০১৪ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত নিরসনের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় অগ্রগতি। এ সংক্রান্ত আলোচনা সম্পর্কে অবহিত তিন কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

নাম প্রকাশ না করার শর্তে হামাস ও তাদের মিত্র গ্রুপ ইসলামি জিহাদের নেতারা জানান, মিসরের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা থেকে অস্ত্রবিরতি শুরু হবে।

মিসরের এক কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে এ চুক্তির কথা নিশ্চিত করেছেন।

ইসরাইলের এক নারী সেনা মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে ইসরাইল এর আগে কখনো এ ধরনের অস্ত্রবিরতি চুক্তির কথা প্রকাশ্যে নিশ্চিত করেনি।

গাজায় এএফপি’র এক সংবাদদাতা জানান, অস্ত্রবিরতির সময় থেকে সেখানের পরিস্থিতি শান্ত রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top