ঘাস দিয়ে নির্মিত বিশ্বকাপ ট্রফি : সেই আফগানী যুবককে খুঁজছে আইসিসি

সবুজ ঘাস আর কাঠি দিয়ে বিশ্বকাপের ট্রফির মতোই আরেকটি বিশ্বকাপ ট্রফি তৈরি করলেন এক আফগান যুবক। ক্রিকেটের বড় মঞ্চে নিজ দেশ আফগানিস্তান দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করছে। সেখানে উন্মাদনা একটু বেশি থাকতেই পারে। কারণ, অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিশ্বকাপে খেলার সুযোগ লাভ করেছে আফগানরা।

যুদ্ধবিধ্বস্ত একটি দেশ আফগানিস্তান। সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে নিজেদের পরিচয় দিয়ে যাচ্ছে ক্রিকেট মাঠে চমক দিয়ে। এবার সেই আফগানিস্তানের এক পাগলভক্ত বিশ্বকাপ ট্রফি বানিয়ে সৃষ্টি করেছেন বাড়তি উন্মদনা। রীতিমতো এই যুবক বেনে গেছেন হিরো।

আফগানিস্তানে আলোচনায় আসার পর, এবার খর-কুড়োয় তৈরি এই আফগান আর্টিস্টের ‘বিশ্বকাপ’ খুঁজে বের করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজে আফগানী বিশ্বকাপের ছবি প্রকাশ করেছে আইসিসি।

ছবির ক্যাপশনে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা লিখেছে- আমরা এটি দারুণ পছন্দ করেছি। আফগানিস্তানের এক সমর্থক শুধু ঘাস দিয়ে এই দারুণ বিশ্বকাপ ট্রফিটি বানিয়েছেন। আমরা তাকে খুঁজছি।

তবে আইসিসি এখনো তাকে খুঁজে পেয়েছে কিনা- তা অবশ্য জানা যায়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top