জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বুধবার গভীর রাতে শাহজাহান মিয়া ওরফে সাজে (৫০) নামে এক ব্যক্তি রহস্যজনক ভাবে খুন হওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র শাহজাহান মিয়া ওরফে সাজেকে বুধবার গভীর রাতে ভবানীপুর খালের পাড়ে অজ্ঞাত ব্যক্তিরা খুন করে পালিয়ে যায়। পুলিশ সংবাদ পেয়ে রাতেই শাহজাহানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার সকালে থানা পুলিশ শাহজাহানের লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনার রহস্য উদঘাটন বা এতে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
সরিষাবাড়ী থানা অফিসার (তদন্ত) জহায়ের আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।