পাংশায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পিকুল বিশ্বাসকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে শরিষা বাজারের পাশে এ ঘটনা ঘটে।

পিকুল বিশ্বাস উপজেলার সরিষা ইউনিয়ন চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই এবং মৃত জলিল বিশ্বাসের ছেলে।

পিকুলের স্বজনেরা জানান, পিকুল রাত ১২টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন। এ সময় শরিষা বাজারের পাশে দুর্বৃত্তরা পিকুলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাংশা থানার ওসি মো: আহসান উল্লাহ জানান, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ জানা যায়নি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top