আলোচনা-সমালোচনার পর বদলে যাচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি। স্বপ্নের বিশ্বকাপে যেই পোশাক গায়ে জড়িয়ে খেলবে ক্রিকটাররা, সোমবার বর্ণিল আয়োজনে উন্মোচন হয়েছিল তার। কিন্তু জার্সিতে সবুজের মাঝে লাল রঙ, লালের মাঝে সবুজ রঙ না থাকায় গণমাধ্যম আর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের তীব্র সমালোচনার মুখে পড়ে জার্সি পরিবর্তনের জন্য আইসিসির কাছে আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি আবেদন মঞ্জুর করে পোশাক পরিবর্তনের অনুমতি প্রধান করেছে বিসিবিকে।
তবে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপন মনে করেন না, দলের জার্সি সব সময়ই হতে হবে দেশের পতাকার রঙেই।
নতুন জার্সি কেমন হবে তা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘জার্সি বদলাতে পারব কি-না, আইসিসির কাছে জানতে চেয়েছিলাম। আইসিসি আজ (মঙ্গলবা) জানিয়েছে, বদলাতে পারব। আমরা ঠিক করেছি, যেহেতু আইসিসির বাধ্যবাধকতা আছে, আমরা কোনো জটিলতায় যেতে চাই না। আমি বলেছি নতুন নকশা চাই। আমাদের লাল জার্সিটার ঠিক উল্টো নকশা করা হয়েছে। এখানে বিভ্রান্তির কিছু নেই। আগে লাল ছিল না আইসিসির নির্দেশনায়।’
যে কারণে ‘বাংলাদেশ’ লেখা ও খেলোয়াড়দের নাম-জার্সি নাম্বার লাল রং চায়নি আইসিসি, সে বিষয়ে পাপন বলেন, ‘আইসিসির নির্দেশনা ছিলো, সবুজের মধ্যে লাল ভালোভাবে ফোটে না। সেই নির্দেশনা অনুযায়ী নকশা তৈরী করা হয়েছিল।’
জাতীয় পতাকার সাথে মিল রেখে যে জার্সি হতে হবে, সেটিও মনে করেন না বিসিবি সভাপতি, ‘জাতীয় পতাকার সঙ্গে জার্সির মিল টেনে আনা ভুল। তবে লাল-সবুজের মিশ্রণের ধারাটা আমরাই শুরু করেছিলাম। অনেক দেশে জাতীয় পতাকার সঙ্গে জার্সির কোনো সম্পর্ক নেই। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারতকে দেখেন। এখন বলা হচ্ছে জাতীয় পতাকা, জাতীয় পতাকা! আমাদের ১৯৯৯ বিশ্বকাপ দলের জার্সিতেও লাল ছিল না।’