‘এ জার্সির ডিজাইনার কে, আর অনুমোদনই বা করলো কে???? সবুজ জমিনে লাল বাদ কেন???? পাকিস্তানি জার্সির আদলে আমাদের জার্সি কেন,” এভাবে বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি নিয়ে ক্ষোভের কথা জানান এক ভক্ত ওবাইদুল ইসলাম।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি সোমবার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। জার্সি নিয়ে ক্রিকেটাররা খুব বেশি কিছুই বলেননি। তবে অনানুষ্ঠানিকভাবে অনেকে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রকাশ্যেই অসন্তুষ্টির কথা প্রকাশ করেছেন ভক্তরা।
মাহমুদুল হাসান নামের এক ভক্ত এই জার্সিকে ১০ এ ২ রেটিং দিয়েছেন।
জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেটার সাইফুদ্দিনের ছবি দিয়ে মন্তব্য চাওয়া হলে অনেকেই “বেস্ট অফ লাক পাকিস্তান” লিখেছেন সেখানে। এর মানে অনেকেই পাকিস্তানের জার্সির সাথে এই জার্সির মিল খুঁজে পেয়ে হতাশ হয়েছেন।
জার্সির যেসব বিষয় ভক্তদের ভালো লাগেনি
• সবুজের আধিক্য, অনেকেই বলছেন লাল রঙ নেই কেনো, বিসিবি অ্যাওয়ে জার্সি পুরোটা লাল রঙের করেছে।
• জার্সি পাকিস্তানের মতো বলেছেন অনেকে।
• অনেকেই বলেছেন আয়ারল্যান্ডের মতো।
•লাল রঙের জার্সিটিকে অনেকে বলছেন জিম্বাবুয়ের মতো।
• জার্সিটি অনেকের চোখে সাদামাটা হয়েছে।
একজন ভক্ত সেফাত মির্জা বিন্তি বলেন জার্সিতে বাঘের কোনো প্রতিকৃতি না দেখে হতাশ তিনি। “আমাদের পতাকার থিম রেড আর গ্রিন, ওখানে লাল রঙের কিছুই দেখিনি, ক্রিকেট দলকে বাঘের সাথে তুলনা করা হয় কিন্তু আমার দেখেই খেয়াল করলাম লাল রঙ নেই।”
সৈয়দা মৌ জান্নাত বলেন, জাসির্টি দেখে তিনি ভেবেছিলেন এটা পাকিস্তানের জার্সি। “আমার দেখেই মনে হয়েছে এটা পাকিস্তানের জার্সি, আবার দেখলাম একই কথা মনে হয়েছে এবং আমার মন খারাপ হয়েছে, পুরোই সবুজটা বেশি চোখে লেগেছে।”
হিমু আহমেদ যিনি একজন সাংবাদিক তিনি অবশ্য বলেন, ছবির চেয়ে সামনাসামনি দেখতে জার্সিটা সুন্দর। “আমাদের দেশে সমালোচনা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে, তবে ছবিতে দেখে আমিও অখুশি হয়েছিলাম, সামনাসামনি দেখি জার্সিটা তত খারাপ না ।”
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, তিনি আজই জার্সিটি দেখেছেন তাই ভালো বা খারাপ কিছুই লাগেনি তার কাছে। বিবিসি বাংলা।