ছাত্রদলের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ

একাধিক সিরিজ বৈঠকেও ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে বসবেন সার্চ কমিটির নেতারা।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকেই ছাত্রদলের ভাগ্য নির্ধারণ করা হবে। অর্থাৎ কোন প্রক্রিয়ায় ছাত্রদলের নতুন কমিটি গঠন করা যায় সেটা চূড়ান্ত হবে। সেই প্রক্রিয়া ধরেই সার্চ কমিটি পবিত্র রমজান মাসে কাজ করবে।

এর আগে গতকাল সোমবারও ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নির্ধারনে বৈঠকে বসেন সার্চ কমিটির নেতারা। তবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। গতকালের বৈঠকে ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, সাবেক সভাপতি শফিউল বারী বাবু, আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ কয়েকজন ছিলেন।

বৈঠক চলাকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ছাত্রদলের শত শত নেতাকর্মী সুখবরের জন্য অপেক্ষা করছিলেন।

বৈঠকে অংশ নেয়া কয়েকজন নেতা গতকাল জানান, কোন প্রক্রিয়ায় ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা যায় সে ব্যাপারে তারা সিদ্ধান্তে উপনীত হবেন আজকের বৈঠকে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে সিদ্ধান্তের কথা জানাবেন। সে মোতাবেক পরবর্তী করণীয় ঠিক করা হবে।

এর আগে সার্চ কমিটির নেতারা একাধিক বৈঠক করেও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। নানা জটিলতা সৃষ্টি হওয়ায় রমজান মাসের মধ্যে বা আগে ছাত্রদলের নতুন কমিটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সার্চ কমিটির অন্যতম শীর্ষ নেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তারা ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আগের চেয়ে একটু এগিয়েছেন। আজকে আবারো বৈঠক হবে। এ ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বিস্তারিত কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একটু সময় লাগলেও যোগ্যদের হাতেই যেন ছাত্রদলের দায়িত্ব তুলে দেয়া যায় সে ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ অক্টোবর ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। যার মেয়াদ ফুরিয়েছে ২০১৬ সালের ১৪ অক্টোবর। প্রায় পাঁচ বছর পর ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের উদ্যোগ নেয় বিএনপির হাইকমান্ড।

বিশেষ করে গত ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আশানুরূপ ভোট না পাওয়ায় ছাত্রদলের করুণ পরিণতি দলটির হাইকমান্ডের নজরে আসে। এর পরই ছাত্রদলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হয়।

তবে নতুন কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্বের বয়স নির্ধারণ নিয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। কেউ বলছেন, বর্তমান কেন্দ্রীয় কমিটির সিনিয়রদের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করতে। আবার একটি পক্ষ চাইছে একেবারে জুনিয়রদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করতে। এমন খবরে ছাত্রদলের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। পদ প্রত্যাশী নেতাকর্মীরা যে যার মতো করে বিএনপির সিনিয়র ও ছাত্রদলের সাবেক সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ রাখছেন।

ছাত্রদলের সহসভাপতি ইখতিয়ার রহমান কবির নয়া দিগন্তকে জানান, যত দ্রুত সম্ভব ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা উচিত। তা না হলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হবে। যা পরবর্তীতে ছাত্রদলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং যেভাবেই হোক ছাত্রদলের নতুন কমিটি দ্রুত গতিতে দেয়া দরকার।

আরেক সহসভাপতি নাজমুল হাসান বলেন, যাকে দিয়ে দিক সমস্যা নেই। কিন্তু ছাত্রদলের নতুন কমিটি সময়ের দাবি। তবে অবশ্যই যেন যোগ্যদের হাতে দায়িত্ব দেয়া হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ও নতুন কমিটিতে পদপ্রার্থী রাজীব আহসান চৌধুরী পাপ্পু বলেন, সময় ক্ষেপণ না করে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত ছাত্র নেতাদের হাতে ছাত্রদলের দায়িত্ব তুলে দেয়া সময়ের দাবি। যতই দিন যাচ্ছে ততই তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে। দলের হাইকমান্ডের উচিত দ্রুত গতিতে নতুন কমিটি গঠন করা।

ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ পদের জন্য আলোচনায় আছেন- আলমগীর হাসান সোহান, নাজমুল হাসান, এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, আবু আতিক আল হাসান মিন্টু, জহিরুল ইসলাম বিপ্লব, আব্দুল ওহাব, আসাদুজ্জামান আসাদ, ইসহাক সরকার, নূরুল হুদা বাবু, বায়েজীদ আরেফিন, মফিজুর রহমান আশিক, আবুল হাসান, মেহবুব মাসুম শান্ত, মিয়া মোঃ রাসেল, গোলাম মোস্তফা, কাজী মোক্তার হোসেন, ওমর ফারুক মুন্না (জবি), রাজীব আহসান চৌধুরী পাপ্পু, আব্দুর রহিম, মির্জা ইয়াসিন, আমির আমজাদ মুন্না, মিনহাজুল ইসলাম ভুঁইয়া, নাহিদুল ইসলাম সুহাদ, আরজ আলী শান্ত প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top