আজ শনিবার রাতে দলের শীর্ষ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত এমপি মো: জাহিদুর রহমানের শপথ গ্রহণের পরই এই বৈঠক ডেকেছে বিএনপি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা সহ খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
বিএনপি নীতিনির্ধারকদের ধারণা, বিএনপির আরো কয়েকজন প্রার্থী এমপি হিসেবে শপথ নিতে পারেন। তাই বৈঠক হতে নীতিনির্ধারকরা এমপিদের সাথে ফের কথা বলতে পারেন। এরপর নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাহিদুর শপথ গ্রহণের মাধ্যমে গর্হিত কাজ করেছেন। তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এজন্য স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। আমি তো একা সিদ্ধান্ত নেয়ার মালিক নই। যখন সিদ্ধান্ত হবে আপনারা তা জানতে পারবেন