আবুল কালাম : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ঐতিহ্যবাহী রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয় ও রাঙামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ফাইলেরিয়া ও ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে।
বুধবার প্রীতি এগ্রো ফার্মসের আয়োজনে ও এসিআই, জনসন, এসএএমএস-৯২ এর সৌজন্যে ১৬শ শিক্ষার্থীর মধ্যে এক প্যাকেট করে মশার কয়েল বিনামূল্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এসএএমএস-৯২ এর ড. কবিরুল বাশার, প্রীতি এগ্রো ফার্মসের পরিচালক মোফাজ্জল হোসেন দুলাল, এসিআইয়ের কর্মকর্তা তাহমিনা, প্রীতি এগ্রো ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুসরাত জাহান, রাঙামাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মহসিন, ম্যানেজিং কমিটির সভাপতি আঃ লতিফ সরকার, রাঙামাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
প্রীতি এগ্রো ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুসরাত জাহান জানান, ফুলবাড়ীয়া উপজেলার স্কুল মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পর্যায়ক্রমে ১১ হাজার মশার কয়েল বিনামূল্যে বিতরণ করা হবে।