লোমশ কিছু প্রাণীর সাথে নাকি মানুষের কী সব মিল রয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও সেলফি তোলায় ওইসব প্রজাতির প্রাণীরা যে ধরনের কারিশমা দেখাচ্ছে, তাতে বিজ্ঞানীদের কথা অনেকটাই যুক্তিযুক্ত হয়ে ওঠছে।
সম্প্রতিক কঙ্গোর একটি অভয়ারণ্যে নিরাপত্তা কর্মকর্তার সাথে সেলফি তুলতে গিয়ে যেমন ভাবভঙ্গি করেছে দুই গরিলা, তাতে ওই সেলফি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। সেলফি তোলার সময় দুই গরিলার নিজস্ব ধরন অবাক করে দিয়েছে দর্শকদের। মানুষের মতো গরিলাদেরও যে স্বাতন্ত্র্য ভঙ্গিমা থাকতে পারে, তা প্রমাণ করে দিয়েছে ভাইরাল হওয়া ওই ছবিগুলো।
আফ্রিকার কঙ্গোতে অবস্থিত ভিরুঙ্গা ন্যাশনাল পার্ক। পৃথিবীতে বেঁচে থাকা গরিলাদের ষাট শতাংশই বাস করে এখানে। তবে ওই এলাকায় রয়েছে চোরাশিকারিদের উৎপাত। এসব চোরাশিকারীর হাত থেকে গরিলাদের রক্ষা করতে অ্যান্টি পোচিং অফিসাররা সদা সতর্ক। সম্প্রতি সেখানকার এক অ্যান্টি পোচিং অফিসারের সঙ্গে নিজস্ব ভঙ্গিমায় সেলফি তোলায় মজেছিল ভিরুঙ্গা ন্যাশনাল পার্কের দুই গরিলা নাকাশি ও মাতাবিশি।
মূলতঃ গরিলাদের রক্ষার বার্তা দিয়ে ওই ছবিগুলো অ্যান্টি পোচিং ইউনিটের পক্ষ থেকে ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল। সতর্ক করার যে বার্তা তা যে কার্যকরী হবে তা বুঝা গেছে ছবিগুলো ভাইরাল হওয়ার ধরন দেখেই। ওইসব ছবিতে দেখা যায়,অ্যান্টি পোচিং অফিসারের সঙ্গে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিচ্ছে গরিলারা। গরিলারা যে সেলফি তোলায় কোনো বিরক্ত বোধ করছে না তা ভালোই বুঝা যাচ্ছে। বরং তাদের চেহারা দেখা পরিষ্কার বুঝা যাচ্ছে, পুরো ব্যাপারটাই তারা উপভোগ করছে।