বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বই লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ও কবি আবদুল হাই শিকদার।
‘খালেদা জিয়া-তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর’ শীর্ষক বইটির প্রকাশনা অনুষ্ঠান হবে শুক্রবার।
ওইদিন সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ৮৬০ পৃষ্ঠার এই বইটির প্রকাশনা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন বেগম খালেদা জিয়া। কারাবন্দি থাকাবস্থায় জিয়া চ্যারিটাবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও সাজা হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। বর্তমানে শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
খালেদা জিয়াকে নিয়ে লেখা বইটির মূল্য দুই হাজার টাকা। তবে অনুষ্ঠানস্থলে এক হাজার টাকায় বইটি পাওয়া যাবে বলে জানা গেছে।