খেলায় আচরণবিধি লঙ্ঘনের অপরাধে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আইপিএলে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার খেলায় শেষ ওভারে একটি ‘নো’ বল নিয়ে বিতর্কে জড়িয়ে, প্যাভিলিয়ন থেকে মাঠে নেমে পড়েন ধোনি। আর সেটিই অচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হয়েছে।
শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ১৮ রান। বল করতে আসেন রাজস্থানের অলরাউন্ডার বেন স্টোকস। ব্যাটিংয়ে একপ্রান্তে স্ট্রাইকে ছিলেন রবিন্দ্র জাদেজা, অন্যপ্রান্তে অধিনায়ক ধোনি। স্টোকসের প্রথম বলে ছক্কা হাঁকান জাদেজা। পরের বলে নো-বল করেন স্টোকস। রান নিয়ে প্রান্ত বদল করে স্ট্রাইক পান ধোনি। ফ্রি হিটে দুই রান নিতে সক্ষম হন অধিনায়ক। পরের বলে ইয়ার্কার লেন্থ বোলিংয়ে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে।
এরপরই শুরু হয় আসল ঘটনা। নতুন ব্যাটসম্যান মিচেল স্যান্টনার ব্যাটিং আসলে চতুর্থ বলে একটি হাই ফুলটস বল করেন স্টোকস। প্রধান আম্পায়র নো-বল দিলেও স্কয়ার লেগ অঞ্চলে দাড়ানো আম্পায়ার সেটি নাকচ করে দেন। কারণ, বলটি স্টোকসের হাত থেকে অনিচ্ছা সত্ত্বে বেরিয়ে যায়। পরে নো বলটি বাতিল করাতে ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনি মাঠে নেমে পড়েন। এক পর্যায়ে আম্পয়ারদের সাথে তর্কে জড়িয়ে পড়েন ধোনি। যদিও শেষ বলে ছক্কা মেরে ঠিকই চেন্নাইকে জয় উপহার দেন স্যান্টনার।
ধোনির এ আচরণ আইপিএল কোড অব কন্ডাক্ট অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের অপরাধ। আচরণ বিধির ধারা ২ এর ২০ উপধারা অনুযায়ী ধোনিকে ম্যাচে ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়। এটি এই অপরাধের সর্বনিম্ন শাস্তি।
এই জয়ের মাধ্যমে আইপিএলে ১০০তম ম্যাচ জয়ের রেকর্ড গড়েন ধোনি। অধিনায়ক হিসেবে সেঞ্চুরির রেকর্ডের দিন গড়লেন জরিমানার ‘হাফ সেঞ্চুরির’ও রেকর্ড।