পাকিস্তানে ১০ বছর পর ফিরছে টেস্ট ক্রিকেট!

১০ বছর বিরতির পর আবারো পাকিস্তানে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের মধ্যকার দু’টি টেস্ট ম্যাচের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একটি টেস্ট করাচিতে অন্যটি লাহোরে হবে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই অনলাইন।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পিসিবি ইতোমধ্যে সকল আলাপচারিতা সম্পন্ন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পর্যায়ে পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ২০১৯-২০ থেকে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে। এর অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে দু’টি টেস্ট খেলবে পাকিস্তান। শ্রীলঙ্কা পাকিস্তান সফর করবে এমনটাই বলা হচ্ছে। খবরে আরো বলা হয়েছে, বাংলাদেশর সাথে ম্যাচগুলো পাকিস্তানের মাটিতে আয়োজন করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজি করানোর চেষ্টা করছে পাকিস্তান বোর্ড।

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে টপ নাইনে থাকা নয়টি দল নিয়ে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তিন বছর যাবত চলমান এই চ্যাম্পিয়নশিপে এক দল অন্য দলের বিপক্ষে খেলবে। ২০২১ সালে শীর্ষে থাকা দু’টি দল নিয়ে ফাইনাল ইভেন্টের আয়োজন করা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালের ৩ মার্চ লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বীতীয় টেস্টের তৃতীয় দিন খেলতে যাওয়ার পথে শ্রীলঙ্কা টিমের গাড়ি বহরে হামলা চালায় বন্দুকধারীরা। এরপর দীর্ঘদিন পাকিস্তানে আর কোন ক্রিকেট দল খেলতে যায় না। ছয় বছর পর ২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলতে যায়। তবে শ্রীলঙ্কা দলের ওপর হামলার পর গত ১০ বছরে এখন পর্যন্ত কোন টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের মাটিতে ক্রিকেট ফেরাতে অনেক চেষ্টা চালাচ্ছে। এরমধ্যে পিএসএলের ফাইনাল, সেমিফাইনালসহ কিছু ম্যাচ আয়োজন করে নিজেদের নিরাপত্তার প্রমাণ দিয়েছে পাকিস্তান সরকার ও পিসিবি। পরবর্তী পিএসএলের সম্পূর্ণ আসর পাকিস্তানে হবে বলেও জানায় পিসিবি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top