মার্কিন বি-৫২ বোমারু বিমান ভূপাতিত করল তালেবান

আফগানিস্তানের তালেবান মার্কিন বিমান বি-৫২ ভূপাতিত করেছে। এ খবর দিয়েছে সিরিয়ার নিউজ সাইট মুরাসেলন।

দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানের শাওয়ারাব বিমানঘাঁটি থেকে ওড়ার সময়ে এ বিমানকে ভূপাতিত করা হয়। ঘাঁটিটি হেলমান্দ প্রদেশের ওয়াশিরের লার এলাকায় অবস্থিত। তালেবানের একজন মুখপাত্রের বরাত দিয়ে খবরটি প্রচার করা হয়েছে।

ভারী অস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতত হয়ে সব আরোহী নিহত হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। অবশ্য খবরে আরোহীর সংখ্যা জানানো হয়নি। এ ছাড়া, মার্কিন বাহিনী এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ১৯৫০-এর দশক থেকে মার্কিন বিমানবাহিনী নিয়মিত বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে।

৩২ হাজার কিলোগ্রাম অস্ত্র বহনে সক্ষম এ বিমান উড়ন্ত অবস্থায় জ্বালানি তেল না নিয়েই টানা ১৪,০৮০ কিলোমিটার পাড়ি দিতে পারে। ২০৫০ সাল পর্যন্ত বি-৫২ ব্যবহার মার্কিন বাহিনী অব্যাহত রাখবে বলে ধারণা করা হয়।

এ দিকে চলতি মাসের ৮ তারিখে গাড়ি বোমার হামলায় চার মার্কিন সেনা নিহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটির কাছে মার্কিন সেনাবহরে এ হামলা চালানো হয়েছিল।

৩২ হাজার কিলোগ্রাম অস্ত্র বহনে সক্ষম এ বিমান উড়ন্ত অবস্থায় জ্বালানি তেল না নিয়েই টানা ১৪,০৮০ কিলোমিটার পাড়ি দিতে পারে। ২০৫০ সাল পর্যন্ত বি-৫২ ব্যবহার মার্কিন বাহিনী অব্যাহত রাখবে বলে ধারণা করা হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top