সেন্টমার্টিন উপকূলে মাছধরার ৫ ট্রলার ডুবে নিখোঁজ ১৪ জেলে

কক্সবাজারের সেন্টমার্টিন্সের অদূরে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে বৈরী হাওয়ায় উত্তাল ঢেউয়ের আছড়ে পাঁচটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৪ জন জেলে নিখোঁজ হন বলে ট্রলার মালিকরা জানান।

জানা যায়, বুধবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন্স’র একাধিক ট্রলার সাগরে মাছ ধরতে যায়। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া বৈরীরূপ ধারণ করলে বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এসময় ট্রলারগুলো কূলে ফিরে আসার পথে পাঁচটি ট্রলার সাগরে ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলার মালিকরা হলেন শাহপরীর দ্বীপের মোঃ জুবাইর, মোঃ আব্দুল্লাহ, বদিউল আলম, কবির ও জহির আহমদ। তাদের পাঁচটি ট্রলারের ৩২ জন মাঝিমাল্লার মধ্যে গতকাল সন্ধ্যা পর্যন্ত সময়ে ১৮ জন জেলে সাঁতরে কূলে ফিরতে সক্ষম হলে আরও ১৪ জন জেলে নিখোঁজ ছিলেন বলে জানা যায়।

ট্রলার মালিক মোঃ জুবাইর জানান, ‘মঙ্গলবার ও বুধবার ভোরে আমার মালিকানাধীন একটি ট্রলারসহ বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বাতাসে উত্তাল ঢেউয়ে আমার ট্রলারসহ আরও চারটি ট্রলার সাগরে ডুবে যায়। আমরা এখন আমাদের ট্রলারের চেয়ে মাঝি মাল্লাদের উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। এব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top