পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর অভিযানের কথা মনে রেখে ভোট দিতে প্রথম ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে তার এ আহ্বানে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলো। এ অবস্থায় ওই আহ্বান সংবলিত ভাষণের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
গত মাসে ভারতের লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তখনই কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, নির্বাচনীয় প্রচার-প্রচারণায় সশস্ত্র বাহিনীর প্রসঙ্গ টেনে আনা যাবে না। বিজেপি ভোট চাইতে বিমানবাহিনীর অভিযান ইস্যুাটি ব্যবহার করছে এমন অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয় কমিশন।
ফেব্রুয়ারির ১৪ তারিখে ভারত অধিকৃত কাশ্মিরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলার শিকার হয় ভারতের আধা-সামরিক বাহিনী সিআরপিএফের গাড়িবহর। তাতে মারা যায় ৪৪ জন সিআরপিএফ সদস্য। এর জেরে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারত। অবশ্য এতে ভারত কতটুকু সাফল্য পেয়েছে তা নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। নিজ দেশেই এ নিয়ে প্রচুর সমালোচনার শিকার হয়েছেন মোদি। ফলে এ পর্যন্ত এ অভিযানের সাফল্যের খতিয়ান নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি সরকারের পক্ষ থেকে। তারপর সে ইস্যুতেই নতুন ভোটারদের ভোট চাইলেন মোদি।
সেই প্রসঙ্গ তুলে ধরে মহারাষ্ট্রের এক জনসভা থেকে মঙ্গলবার নরেন্দ্র মোদি বলেন, ‘আপনাদের প্রথম ভোট কি ওই বীর জওয়ানদের কথা ভেবে দেয়া যেতে পারে?’
বিরোধীরা এমনিতেই অভিযোগ করে আসছে সশস্ত্র বাহিনীর কৃতিত্বকে নির্বাচনী প্রচারে লাগাচ্ছে বিজেপি। মানে বিজেপির দাবি তারা ছাড়া আর কেউ যেন দেশের কথা ভাবে না। এ অবস্থায় উত্তর দিনাজপুরের এক জনসভা থেকে মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য কাজ করে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি যদি ভেবে থাকে, ভারতীয় সেনাবাহিনী তাদের সম্পত্তি, তাহলে খুব ভুল করবে। একই দিনে রায়গঞ্জের আরেক নির্বাচনীয় সভা থেকে মমতা বলেন, প্রধানমন্ত্রীর কাজকর্ম দেখেলে হিটলার পর্যন্ত আত্মহত্যা করতেন।