ঢাকা ও খুলনা বিভাগে কালবৈশাখীসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সোমবার দিনে বা রাতের কোনো সময়েও এটা হতে পারে। তবে বিকাল ২টা থেকে রাত ১০টা পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেশি। ইতোমধ্যে ঢাকায় ভারী বৃষ্টিসহ কালবৈশাখী শুরু হয়েছে। অবশ্য বিকাল থেকে রাতের ঝড়টি বেশি শক্তিশালী হতে পারে।