এই সরকার জনগনের ভোটে নির্বাচিত হয়নি : নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জনগণের পরিবর্তে গত ২৯ ডিসেম্বর রাতে কিছু সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিয়েছেন। আর তা পাহাড়া দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ভোটেই এই সরকার ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ জনগনের ভোটে নির্বাচিত হয়নি, তাই তাদের বৈধ সরকার বলা যাবে না।

শনিবার রাজধানীর মনিসিংহ মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির ৪র্থ কাউন্সিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান প্রমুখ।

নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। কিন্তু গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের গনতান্ত্রিক ভোটের অধিকার প্রয়োগ করতে পারেননি। বর্তমান সরকার গত ২৯ ডিসেম্বর রাতেই জনগণের সে অধিকার কেড়ে নিয়েছে।

বিএনপির এ নেতা বলেন, খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এদেশের গনতন্ত্রের মুক্তি হবে। তাই খালেদা জিয়াকে মুক্তকরার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, মুক্তিযুদ্ধা দুই প্রকার। এক প্রকার হলো যারা সংগঠক আরেক প্রকার হলো রনাঙ্গনে অস্ত্রহাতে যারা যুদ্ধ করেছে। আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিভাজনের প্রতীক না ঐক্যের প্রতীক। ধর্মীয় মূল্যবোধ ছাড়া রাজনীতি হতে পারে না।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের অনেক দূর্বলতা আছে। এমন কোন অপকর্ম নেই যে তারা করেননি। তাই আমাদের দরকার তাদের বিরুদ্ধে শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের রুখে দেওয়া।

এসময় তিনি বলেন, বিএনপি ও ২০ দলকে শক্তিশালী করার লক্ষে কল্যাণ পার্টি সবসময় কাজ করে যাবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top