ব্রুনেইয়ে শরীয়া আইনের আওতায় সমকামিতা ও বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক (ব্যভিচার) প্রমাণিত হলে পাথর ছুঁড়ে হত্যার বিধান চালু হচ্ছে।
ব্রুনাইয়ের সুলতান দেশব্যাপী ইসলামী শিক্ষার ওপর জোর দেয়ার নির্দেশ দিয়েছেন। আজ বুধবার এ নির্দেশনায় তিনি আরো জানান, দেশটিতে খুব শিগগির নতুন শরীয়া আইন চালু হতে যাচ্ছে।
রাজধানী বন্দর সেরিবেগাওয়ানের কাজে জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী সুলতান হাসান আল বলকিয়াহ্ বলেন, ‘আমি দেশে ইসলামিক শিক্ষার ব্যাপক প্রসার দেখতে চাই।’ তবে তিনি নতুন আইনটি সম্পর্কে কিছু বলেননি। এর আগে ধারণা করা হচ্ছিল, তিনি নতুন আইনটি সম্পর্কে কিছু বলবেন।
ব্রুনাইয়ের সরকার এর আগে ঘোষণা দিয়েছিল, বুধবার থেকে শরীয়া আইনটি কার্যকর হবে। তেলসমৃদ্ধ দেশটিতে তিনি ৫১ বছর ধরে ক্ষমতায় আছেন।
তিনি আরো বলেন, ব্রুনাই হবে একটি ‘অবাধ ও সুখী’ দেশ। তিনি বলেন, ‘পর্যটকরা এদেশ থেকে খুব মধুর অভিজ্ঞতা নিয়ে ফিরে যাবেন। তারা এখনকার নিরাপদ ও সৌহায্যপূর্ণ পরিবেশ খুব উপভোগ করবেন।’ সূত্র : ইন্ডিপেন্ডেন্ট