পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খুলনায় রূপসা ও পাইকগাছায় নৌকার প্রার্থী জিতলেও তেরখাদা, দাকোপ, কয়রা ও দিঘলিয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন। বটিয়াঘাটা উপজেলায় নৌকার প্রার্থী আশরাফুল আলম খান ও ফুলতলা উপজেলায় আকরাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নৌকা প্রতীক দ্বন্দ্বে ডুমুরিয়ায় ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
বেসরকারি ফলাফল অনুযায়ী, তেরখাদা উপজেলায় দোয়াত কলম প্রতীকে বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম ৩২ হাজার ৩৩০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম নৌকা প্রতীকের বর্তমান চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু পেয়েছেন ১৬ হাজার ৩৩৯ ভোট।
রূপসা উপজেলায় নৌকা প্রতীকে কামাল উদ্দিন বাদশা ২৯ হাজার ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম আনারস প্রতীকে আলী আকবার পেয়েছেন ১২ হাজার ৯৫৭ ভোট।
কয়রা উপজেলায় বিদ্রোহী প্রার্থী এসএম শফিকুল ইসলাম আনারস প্রতীকে ৪৪ হাজার ৭৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম নৌকা প্রতীকে জিএম মহসিন রেজা পেয়েছেন ৩৮ হাজার ৮৩০ ভোট।
পাইকগাছা উপজেলায় নৌকা প্রতীকে গাজী মোহাম্মদ আলী ৩৪ হাজার ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম মটরসাইকেল প্রতীকে মনিরুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৭৮৬ ভোট।
দাকোপ উপজেলায় চিংড়ি প্রতীকে আ’লীগের বিদ্রোহী মুনসুর আলী খান ৩১ হাজার ৬৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম নৌকা প্রতীকের আলহাজ্ব শেখ আবুল হোসেন পেয়েছেন ২৭ হাজার ৮৮১ ভোট।
দিঘলিয়া উপজেলায় আনারস প্রতীকে আ’লীগের বিদ্রোহী শেখ মারুফুল ইসলাম ১৭ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে খান নজরুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩১ ভোট।
এছাড়া তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে শরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান দিঘলিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আলী রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মমতাজ শিরিন ময়না নির্বাচিত হয়েছেন।