অশ্বিন প্রতারণা করেছিলেন : এমসিসি

আইপিএমল ম্যাচে ইডেন তার বিরুদ্ধে গর্জে উঠেছিল। কলকাতায় খেলতে অস্বস্তিতে পড়েছিলেন আর অশ্বিন। নো মার্সি অশ্বিন। পোস্টারে এমনটা লিখেই অশ্বিনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এক ক্রিকেট সমর্থক। তার আগে পাঞ্জাব বনাম রাজস্থান ম্যাচের পরও অনেকেই অভিযো তুলেছিলেন, অশ্বিনের এমন কাজ ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছে। তবে অশ্বিন কোনওভাবেই নিজেকে দোষী বলে মানতে নারাজ। তার পাল্টা যুক্তি, তিনি নিয়মের মধ্যে থেকেই বাটলারকে আউট করেছেন। তবে তার এই যুক্তি ক্রিকেটপ্রেমীরা মানতে নারাজ।

এবার অশ্বিনের মাঁকড়ীয় আউটের কড়া সমালোচনা করল এমসিসি। তারা জানাল, অশ্বিন ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছেন। এমসিসির ম্যানেজার ফ্রেসার স্টিওয়ার্ট বলেছেন, ”অশ্বিন যেটা করেছে তা ক্রিকেটের স্পিরিট নষ্ট করেছে। আমরা একাধিকবার সেদিনের ঘটনা খতিয়ে দেখেছি। অশ্বিন বলটা ছাড়ার ভান করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। তার পর ও উইকেট ভাঙে। অশ্বিনের বোলিং করার ভান দেখে বাটলার ভেবেছিল, ও বলটা রিলিজ করে দেবে। তাই বাটলার শেষ মুহূর্তে স্টাম্প ছেড়ে অনেকটা বেরিয়ে এসেছিলেন। সেই সুযোগটাই নিয়েছেন অশ্বিন। কারণ, বাটলার ভেবেছিলেন যে অশ্বিন ডেলিভারি করবেন। এটা কিন্তু একজনকে বোকা বানিয়ে আউট করার মতে ব্যাপার। এ ধরণের ঘটনা ক্রিকেটে ফেয়ার প্লে- পলিসির বিরোধী। অশ্বিনের এই কাজটাকে সমর্থন জোগানো সম্ভব নয়।”

ক্রিকেটের নিয়ম মেনে আউট করেছেন অশ্বিন। সেটা অবশ্য মেনে নিচ্ছে এমসিসি। কিন্তু অনেক সময় নিয়মের মধ্যে থেকেও কিছু কিছু কাজ করা যায় না। তাতে ক্রিকেটের স্পিরিট নষ্ট হয়। এদিকে, এমসিসির তরফে এটাও জানানো হয়েছে যে, বোলার ডেলিভারি হাত থেকে ছাড়ার আগে নন-স্ট্রাইকারের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়াটাও স্পিরিট অফ দ্য গেম নষ্ট করে। স্টিওয়ার্ট বলছিলেন, ”অশ্বিন অনেকক্ষণ অপেক্ষা করেছিলেন বল হাতে। সেই সময়টার মধ্যে বাটলারের ক্রিজে ফেরত আসার চেষ্টা করা উচিত ছিল। কিন্তু ও সেটা করেনি।”

ট্রোলড রবিচন্দ্রন অশ্বিন

বুধবার আইপিএল ম্যাচে কেকেআরের বিরুদ্ধে তার অধিনায়কত্বের ভুল নিয়ে রীতিমতো ট্রোলড হতে হলো অশ্বিনকে। চার ওভারে ৪৭ রান হজমের পর অশ্বিন শেষের দিকে কলকাতাকে চাপে ফেলতে চেয়েছিল। সামি তার মধ্যে রাসেলকে ফেরাতেও সক্ষম হন। ১৬.৫ ওভারে তখন কলকাতা ১৬১-৩। কিন্তু তৃতীয় আম্পায়ার ফেরৎ নিয়ে আসেন রাসেলকে। দেখা যায় সার্কেলের মধ্যে যেখানে চারজন ফিল্ডার থাকার কথা সেখানে তিন জন রয়েছেন। আর সেই শেষ করে দিল পাঞ্জাবকে। উইনিং ইনিংস খেলে গেলেন রাসেল। ১৯ বল বাকি অবস্থায় তিনি তাঁর রানকে ৩ থেকে নিয়ে গেলেন ৪৮-এ। শেষ ওভারে আউট হন তিনি। যদিও ততক্ষমে বড় রানে পৌঁছে গিয়েছে কলকাতা। কলকাতার ইনিংস শেষ হয় ২১৮-৪-এ। সেই রানের লক্ষ্যে নেমে পাঞ্জাব শেষ হয়ে যায় ১৯০-৪-এ।

রাজস্থান ম্যাচে অশ্বিনের জোস বাটলারকে আউট করা নিয়ে প্রবল সমালোচনা চলছে ক্রিকেট বিশ্ব। তার মধ্য অধিনায়কত্বের এই ভুল তাঁকে আরো বেশি সমালোচনার মুখে ফেলে দিয়েছে। অনেকেই মনে করছেন, অশ্বিন তার কর্মের ফল পেল।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top