নাটোরে মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় রফিকুল ইমলাম রফিক নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অটোরিক্সার ২জন যাত্রী। বৃহস্পতিবার সদর উপজেলার ডালসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম রফিক নাটোরের সিংড়া উপজেলার সাঐল গ্রামের শাহ জালালের ছেলে। আহতদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নাটোর সদর থানার এসআই আলী আকবর ও স্থানীয়রা জানান, অটো চালক রফিকুল ইসলাম কয়েকজন যাত্রী নিয়ে নাটোর শহরের আসছিল। পথে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় পৌঁছালে পিছন থেকে মাটি বোঝাই একটি ট্রাক্টর অটো রিক্সাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এসময় অটো রিক্সার চালক রফিকুল ইসলামসহ অটো রিক্সার যাত্রীরা ছিটকে পড়ে সড়কের ওপর। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটো রিক্সার চালক রফিকুল ইসলাম মারা যায়। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।