১৭ মার্চ জাতীয় শিশু দিবস। আর এদিনেই এক নিষ্পাপ ছোট্ট শিশুর প্রাণ কেড়ে নিল ঘাতক বাস। মাত্র দুই টাকা নিয়ে গোসল করার জন্য শ্যাম্পু কিনতে বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলো শিশুটি। কিন্তু সেই শ্যাম্পু নিয়ে আর বাড়ি ফেরা হয়নি তার। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুরে।
বাড়ির সামনেই বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় একটি যাত্রিবাহী বাস কেড়ে নেয় তার প্রাণ। এ হৃদয় বিদারক দুর্ঘটনাটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের উজিরপুর উপজেলার সোনার বাংলা নামকস্থান ঘটেছে।
বাস চাপায় নিহত শিশুর নাম কাওসার মৃধা (৬)। সে ওই এলাকার দিনমজুর মান্নান মৃধার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শিশু কাওসার গোসলের জন্য দুই টাকা দিয়ে একটি শ্যাম্পুর মিনিপ্যাক কিনতে রোববার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনের দোকানে যাওয়ার জন্য মহাসড়ক পর হওয়ার চেষ্টা করে। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়া গতির গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রিবাহী বাস কাওসারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু কাওসারের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, নিহত শিশু কাওসারের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
এদিকে পরিবারের একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন নিহত কাওসারের বাবা-মা। সেই সাথে এলাকায় নেমেছে শোকের ছায়া।