ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা বাজারে শনিবার সকালে ইটভাটায় মাটিবাহী ট্রাক্টর চাপায় আইনুন নাহার আনিকা (৭) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় স্কুল ভ্যানে থাকা আরো তিন শিক্ষার্থী ও চালক আহত হয়।
স্থানীয় লোকজন তাৎক্ষনিক ট্রায়ার জ্বালিয়ে ফেনী-বসুরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার পরপরই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চৈতি সর্ববিদ্যা এসবি ইটভাটা বন্ধ করে দেয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে দুধমুখা আইডিয়াল কিন্ডার গার্টেনের ভ্যানগাড়ী ছাত্র-ছাত্রী নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে দুধমুখা বাজারে পৌঁছলে পেছন থেকে মাটিবাহী ট্যাক্টর ভ্যানটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই আইনুন নাহার আনিকার মৃত্যু হয়।
গাড়ীতে থাকা অপর সহপাঠি আইমন (১০), হিমেল (৭), মাহাতি (৭) ও ভ্যান চালক বেলাল হোসেন (৪০) গুরুতর আহত হয়। আহতদেরকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত আইনুন নাহার উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের ডা. এনামুল বাড়ীর আনিসুর রহমানের মেয়ে। খবর পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে সড়কে ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল ঘটনাস্থলে ছুটে গিয়ে তাৎক্ষনিক ইটভাটা বন্ধ ও সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
দাগনভূঞা থানার ওসি মো. ছালেহ আহমদ পাঠান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।