জঙ্গির গুলিতে নিহত বাকৃবির শিক্ষক ড. সামাদের বাড়িতে শোকের ছায়া

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নুর মসজিদে হামলার ঘটনায় নিহত দুই বাংলাদেশীর একজন ড. সামাদ আজাদের গ্রামের বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কৃষি অর্থনীতিবিদ ড. সামাদ আজাদ স্ত্রী কিশোয়ারা এবং দুই সন্তানসহ নিউজিল্যান্ডেই বাস করতেন।

কৃষিবিদ ড. সামাদের মৃত্যুতে তার গ্রামের বাড়িতেও শোকের ছায়া বিরাজ করছে। পরিবারসহ স্থানীয়রা তাদের প্রিয় মানুষের মৃত্যুর খবরটি মেনে নিতে পারছেন না।

ড. সামাদ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তথ্য বিভাগের অধ্যাপক ছিলেন। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগাম অবসর গ্রহণ করার পর তিনি সপরিবারে নিউজিল্যান্ড চলে যান। সেখানে তিনি লিংকন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গ্রহণ করেন।

নিহত বাংলাদেশী ড. সামাদ আজাদের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুর হাইল্যা গ্রামে। তিনি চার ভাই ও ছয় বোনের মধ্যে সবার বড় ছিলেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top