বিমান হামলা নিয়ে এবার মুখ খুললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলা হয়েছিল এক মাস আগে ১৪ ফেব্রুয়ারি। তার জেরে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের হামলা চালানোর দাবি করে ভারত। পরদিন ভারতে ঢুকে অভিযান চালিয়ে আসে পাকিস্তানের বিমানবাহিনী। তার পরপর আবারো পাকিস্তানে হামলা চালাতে গেলে ভারতের দুটি বিমান বিধ্বস্ত হয় পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে। আটক হন একটি মিগ ২১-এর পাইলট অভিনন্দন বর্তমান। প্রথমে জনগণের হাতে পিটুনির শিকার হলে পরবর্তী সময়ে তাকে উদ্ধার করে নিয়ে যায় পাকিস্তানের বিমানবাহিনীর লোকজন। পরে পাকিস্তান তাকে কোনো শর্ত ছাড়াই মুক্তি দেয় শাস্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে।

এ কয়দিন সে রকমই খবরই জানছিল সবাই। কিন্তু এবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলছেন অন্য খবর।

তিনি দাবি করেন, ‘ইসলামাবাদ অস্বীকার করলেও দুনিয়া জানে পাক যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্ত করেছে ভারতের বিমানবাহিনী।

ভারতের একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অতিথি হিসেবে আসা প্রতিরক্ষামন্ত্রীর কাছে জানতে ওই দিনের ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয়, ভারতের বিমানবাহিনী কি পাকিস্তানের যুদ্ধবিমানের কোনো ক্ষতি করতে সক্ষম হয়েছিল। ইতিবাচক উত্তর দিয়ে নির্মলা সীতারমন বলেন, ‘ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করেছে ভারত। প্রতিরক্ষামন্ত্রী এরপর বলেন, ২৭ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ওই কাজটিই করেছিলেন। তিনি দাবি করেন, পুরো বিশ্বই জানে বিষয়টি৷’

প্রতিরক্ষামন্ত্রী আরো দাবি করেন, ‘পাকিস্তানের যুদ্ধবিমান সীমান্তের ওই পাড়েই ভেঙে পড়ে, যা ভারতীয় যুদ্ধ বিমান বলে ভুল করেছিল পাকিস্তানের সাধারণ মানুষ৷ প্রতিপক্ষ ভেবে তারা নিজেদের লোককেই প্রহার করে। তাতেই রক্তাক্ত হয় এফ-১৬ এর চালক। যতদূর জানা যায়, এরপর তাকে ভর্তি করা হয় হাসপাতালে৷’

এ মুহূর্তে নির্মলা সীতারামনকে প্রশ্ন করা হয়, পাকিস্তানতো ভারতের দাবি অস্বীকার করছে? ইসলামাবাদ সাফ জানিয়েছে, ভারত তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করতে পারেনি। এ কথার জবাবে তিনি বলেন, ‘পাকিস্তানের সেনা মারা গেলে তারা স্বীকার করে না৷ অভিনন্দন শত্রুবিমান তাড়া করেছিল বলেই পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়েছিল।’ সূত্র : ইকোনমিক টাইমস

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top