রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত সরকারি কর্মচারী হাসপাতালকে ৪তলা থেকে ১৬ তলায় উন্নীত করা হচ্ছে। আর শয্যাসংখ্যা ৫০০-তে উন্নীত করা হচ্ছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৩৮০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী ও শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ওই প্রকল্পটিসহ মোট ৬টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৬৫০ কোটি ৭৫ লাখ টাকা। সবই সরকারি টাকায় বলে জানান পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
এছাড়া জামালপুরে শেখ হাসিনা নকশিপল্লী স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ৭২২ কোটি টাকা।
জামালপুর ও শেরপুরের নকশীশিল্পীদের ও উদ্যোক্তাদের পুনর্বাসন করে এই শিল্পের বিকাশ করা হবে। এই পল্লী হবে জামালপুর সদরে ৩০০ একর জমিতে, জানান মন্ত্রী।