তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান কুয়েতের শীর্ষ জনপ্রিয় বিদেশি নেতা মনোনীত হয়েছেন। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গত রোববার প্রকাশিত একটি জরিপে এ তথ্য প্রকাশিত হয়। স্থানীয় আল ক্বাবাস পত্রিকা এ জনমত জরিপটি পরিচালনা করে।
পত্রিকাটি জানায়, এ জরিপে অংশ নেয়া ৬৪ শতাংশ কুয়েতি নাগরিকই এরদোগানের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।
সাম্প্রতিক সময়ে তুরস্ক ও কুয়েতের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা ও রাজনীতি বিষয়ক বেশ কিছু চুক্তি সম্পাদিত হয়েছে।
২০১৭ সালে এরদোগান এক রাষ্ট্রীয় সফরে কুয়েত সফর করেছিলেন। সে সময় তিনি কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহর সাথে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তি ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছিলেন। ওই সফরে দুই পক্ষ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিনিয়োগে বিশেষ সুবিধা ও সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারকে সই করেছিলেন। সে সময় তারা সৌদি আরব-কাতার দ্বন্দ্বসহ আঞ্চলিক বিষয়গুলো নিয়েও আলোচনা করেছিলেন। সূত্র : ডেইলি সাবাহ