অন্য দেশের তুলনায় আমাদের দেশে এখনো জ্বালানির দাম কম বলে মন্তব্য করেছন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।তিনি বলেছেন, বেশি দাম দিয়ে হলেও মানুষ এখন নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুত পেতে চায়। তাই আগামিতে শুধু তরল জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে তিন ধাপের মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
আজ রোববার গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত জ্বালানি খাতের চ্যালেঞ্জ নিয়ে ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ম তামিম, অধ্যাপক সামসুল আলম, সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়া জ্বালানি সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।