নড়াইলের নড়াগাতি থানার বাগুডাঙ্গা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার দুপুরে কালিয়া-গোপালগঞ্জ সড়কের বাগুডাঙায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে একটি মোটরসাইকেলে তিন বন্ধু বাগুডাঙ্গা থেকে চাপাইল ঘাটের দিকে যাচ্ছিল। দুপুর দুইটার দিকে তারা কালিয়া-গোপালগঞ্জ সড়কের বাগুডাঙায় পৌঁছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বিপ্লব ঘোষ (১৫) ও শান্ত বিশ্বাস (১৫) মারা যায়। অপর মোটরসাইকেল আরোহী বাঁধন সরকার (১৬) এবং ট্রাকের হেলপার ইরশাদ (২৮) আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত বিপ্লব নড়াগাতির যোগনিয়া গ্রামের মিলন ঘোষের ছেলে এবং শান্ত নলামারা গ্রামের অজিত বিশ্বাসের ছেলে। আহত মোটরসাইকেল আরোহী বাঁধন সরকার (১৬) যোগানিয়া গ্রামের বাবু সরকারের ছেলে এবং ট্রাকের হেলপার ইরশাদ (২৮) বাগুডাঙ্গা গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে।
ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে আটকে যায়।
নড়াগাতি থানার ওসি আলমগীর কবির জানান, বাগুডাঙা বড় মাঠ এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে। হতাহতদের গোপালগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছে।