কলকাতায় বিপুল পরিমাণ বিস্ফোরক আটক

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। কাশ্মিরের পুলওয়ামায় হামলায় দেশব্যাপী উত্তেজনা ও নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এ বিস্ফোরক উদ্ধার করে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, শনিবার রাত ১২টার দিকে চিতপুর এলাকার টালা ব্রিজের কাছে বিটি রোডে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ এই বিস্ফোরক উদ্ধার করা হয়। ট্রাকটিতে ২৭টি বস্তায় প্রায় ১০০০ কেজি পটাশিয়াম নাইট্রেট রাখা ছিল, যা বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছৈ। অন্যদিকে ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

কলকাতা পুলিশ আরো জানায়, ট্রাকটি আসছিল ওড়িশার দিক থেকে। এর গন্তব্য ছিল উত্তর ২৪ পরগণার দিকে। পুলিশ ধারণা করছে, বড় ধরনের কোনো নাশকতার জন্যই এ বিস্ফোরক নেয়া হচ্ছিল। ট্রাকচালক ও হেলপার থেকে আরো তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

কিছুদিন আগেই কাশ্মিরের পুলওয়ামায় আত্মঘাতী হামলাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পুরো ভারত। তারপর থেকে নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে অভিযান বাড়িয়েছে পুলিশ। কারণ মোদি সরকার ওই হামলার জন্য একতরফাভাবে পাকিস্তানকে দায়ী করে আসলেও বিশেষজ্ঞরা পুলওয়ামার ঘটনার জন্য বারবার গোয়েন্দাদের ব্যর্থতাকেই দাবি করছে।

এদিকে পুলওয়ামার জের না কাটতেই এবং নির্বাচনের প্রাক্কালে কলকাতায় বিপুল পরিমাণ বিস্ফোরক আটকের এ ঘটনা স্বভাবতই রাজ্য ও কেন্দ্রের চিন্তা বাড়িয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top