“গণতন্ত্র পুনরুদ্ধারে ডাকসু” শীর্ষক এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ অস্ট্রেলিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট কায়াস মাহমুদ জনি ও জেনারেল সেক্রেটারি ফয়সাল মোহাম্মদ এক যৌথ বিবৃতিতে আগামী ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত মোস্তাফিজ-অনিক-সোহেল পরিষদকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে সংগঠনের প্রেসিডেন্ট কায়াস মাহমুদ আরো বলেন, বর্তমান অবৈধ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সফল করতে ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শরিক হোন।
বিবৃতিতে কোটা আন্দোলনকারীদের সকল যৌক্তিক দাবি আদায়ের লক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রাথীদের ভোট দেয়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানায় হয়। কারণ বিএনপির হাইকমান্ড তাদের দাবির স্বপক্ষে ইতিমধ্যে পরিপূর্ণ সহমত পোষণ করেছিল। একমাত্র জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীরাই তাদের দাবি নিয়ে কাজ করবে এবং সুন্দর বিশ্ববিদ্যালয় উপহার দিবে।
সূত্র : প্রেস বিজ্ঞপ্তি