নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্টিল মিলে চুল্লির গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সুরুজ মোল্লা (৩৭)। শনিবার ভোরে উপজেলার কাচঁপুর শিল্পনগরী এলাকার রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ মোল্লা মানিকগঞ্জের মৃত আব্দুস সাত্তার মোল্লার ছেলে। তিনি কাঁচপুরস্থ রহিম স্টিল মিলের অপারেটর হিসাবে কমর্রত ছিলেন। তিনি ওই কারখানায় কোয়াটারে বসবাস করতেন।
সোনারগাঁও থানার এসআই ছলিমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাঁচপুর শিল্পনগরী এলাকায় অবস্থিত রহিম স্টিল মিলে শনিবার ভোরে কাজ করছিল শ্রমিকরা। এ সময় চুল্লির গলিত লোহা ছিটকে দগ্ধ হয়ে সুরুজ মোল্লা ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। তবে এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি বলে পুলিশ জানান।