নতুন স্পিডস্টার পেয়েছে পাকিস্তান!

বয়স মাত্র ১৮ বছর। চেহারা কিংবা বোলিং অ্যাকশনে সাবেক গতি তারকা শোয়েব আখতারের সাথে মিল নেই। তবুও তিনি হাসনাইন থেকে বনে গেছেন পাকিস্তানের নতুন শোয়েব আখতারে! এরমধ্যেই পাকিস্তান ক্রিকেটমহল আশায় নতুন করে বুক বাঁধতে শুরু করেছে নতুন শোয়েব আখতার পেয়ে। বলা হচ্ছে স্পিডস্টারের উত্তরসূরী পেয়ে গেছে পাকিস্তান।

এবারে পিএসএলে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু এই বোলার। শোয়েব আখতারে ঢেকে গেছে মা-বাবার দেয়া মোহাম্মদ হাসনাইন নামটি! ঢাকবেই না কেন? যে ঘন্টায় ১৫১ কিলোমিটার গতিতে বোলিং করতে পারেন তাকে শোয়েব আখতারের উত্তরসূরী ভাবতে দোষ কোথায়? গড়ে ১৪৮ কিলোমিটারের উপরে গতিতে বল করেন। ক্রিকেট বোদ্ধারা ইতোমধ্যে নতুন বোলিং বিস্ময় বলেছেন এই বালককে।

প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবারই প্রথম পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলেছেন। আর তাতেই মনজয় করে নিয়েছেন জাতীয় দলের নির্বাচকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে তাকে দলে নেয়া হয়েছে। বর্তমানে পাকিস্তান সুপার লীগে কোয়েটার হয়ে খেলা ফার্স্ট বোলার সম্পর্কে ইনজামাম বলেন, ‘হাসনাইনকে ভবিষ্যতের সেরা ফার্স্ট বোলারদের একজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘হাসনাইন কেবল দ্রুতগতিতে বোলিংই করতে পারে না, নিয়মিত ঘন্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করছেন এবং বলে অসাধারণ নিয়ন্ত্রণ রাখতে পারে।’

ঘণ্টা ১৪০ কিলোমিটার এর গতির নিচে বলই করেন না এই বোলার! বোলিংয়ের লাইন, লেন্থ, সুইং, গতির প্রশংসা করছেন বিশেষজ্ঞরা। ভয়ঙ্কর সব বাউন্সার দিতে পারেন, ডেথ ওভারে দুর্দান্ত ইয়ার্কার করার ওস্তাদ। পিএসএলে যেখানে কেউ এখন পর্যন্ত প্রতি ঘন্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেনি, সেখানে এই বোলার প্রতি ঘন্টায় ১৫১ কিমি বেগেও বল করেছেন। এমনও দেখা গেছে ওভারে ৩-৪টা বল করেন ১৪৮ কিমি এর উপরে। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৫টি উইকেট নিয়েছেন; কিন্তু তার গতি আর বলের ওপর নিয়ন্ত্রণ ভাবতে বাধ্য করেছে নির্বাচকদের।

হাসনাইনের গতিতে মুগ্ধ পাকিস্তানের সিনিয়র খেলোয়াড় শোয়েব মালিক। মালিক বলেন, ‘উচ্চতা ও ফিটনেসের জন্যই হাসনাইন এমন জোরে বল করতে পারছেন। এছাড়াও হাসনাইনের ফিল্ডিং সাজানোর দক্ষতাও প্রশংসনীয়। সে একটা দুটো বল নয়, ওভারের প্রতিটা বল ১৪০ কিমির বেশি গতিবেগে ডেলিভারি দেয়।’

হাসনাইন কতদূর যাবেন বা সত্যিই শোয়েব আক্তারের উত্তরসূরী হতে পারবেন কি না সেটি সময়ই বলে দেবে। তবে তবে আবির্ভাবেই তিনি যেভাবে চমকে দিয়েছেন সেটি পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তা ও সমর্থকদের আশাবাদী করছে।

এই মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইতে মাঠে নামবে পাকিস্তান। পিএসএল নৈপুণ্যে দলে জায়গা পেয়েছেন হাসনাইনও। যদি ভালো ফর্ম করতে পারেন, হয়তো এই বোলারের গতির ঝড় ইংল্যান্ড বিশ্বকাপ আসরে দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top