বিয়ের চার মাস যেতে না যেতেই স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বগডহর গ্রামের তারা মিয়ার ছেলে হাশেম তার নব-পরিণিতা স্ত্রী রিতাকে (১৯) শ্বাসরোধে হত্যা করে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
এদিকে শনিবার সকাল সাড়ে ৯টায় পুলিশ নিহত রিতার লাশ উদ্ধার ও নিহতের স্বামী হাশেম মিয়াকে (২১) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার মাস আগে নবীনগর উপজেলার বগডহর গ্রামের তারা মিয়ার ছেলে হাশেমের সঙ্গে একই উপজেলার ধোপাকান্দা গ্রামের নুরুল ইসলামের মেয়ে রিতার বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। এ কলহের জের ধরে শুক্রবার দিবাগত রাতে রিতাকে শ্বাসরোধ করে হত্যা করে হাশেম।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নিহতের স্বামী হাশেমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।