নওয়াজ মরবেন তবুও নতি স্বীকার করবেন না

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কারাগারের ভিতরে মারা যাবেন, কিন্তু নতি স্বীকার করবেন না। তিনি গুরুতর অসুস্থ হলেও করাগার থেকে বেরিয়ে বাইরের হাসপাতালে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) নেতা ও নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ শুক্রবার তার বাবাকে চিকিৎসা করানোর জন্য রাজি করাতে আবারো ব্যর্থ হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া সর্বশেষ বার্তায় মরিয়ম নওয়াজ বলেন, শুক্রবার সরকারের পক্ষ থেকে পাঠানো ডাক্তার নওয়াজ শারীফের স্বাস্থ্য পরীক্ষা করেন। এসময় তার হার্টের পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে জানা যায়। এরপরই পিএমএল-এন এর শীর্ষ নেতা নওয়াজ শরীফের সাথে তিনি (মরিয়ম) সাক্ষাৎ করে তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। কিন্তু নওয়াজ শরীফ তার অনুরোধ প্রত্যাখ্যান করেন।

এরপরই কারাগার প্রাঙ্গণে জরুরীভাবে জীবন রক্ষাকারী সরঞ্জাম আনতে কারা কতৃপক্ষের প্রতি অনুরোধ করেন মরিয়ম নওয়াজ। টুইটার বার্তায় মরিয়ম নওয়াজ বলেন,‘বাবা নওয়াজ শারীফের সাথে মাত্রই দেখা করলাম। গতকাল সরকারি হৃদরোগ বিশেষজ্ঞের পরীক্ষায়ও নওয়াজ শরীফের হার্টের পরিস্থিতির আরো অবনতি হয়েছে। এরপরও তিনি হাসপাতালে যেতে রাজি হচ্ছেন না তিনি। এরপরই কারা প্রাঙ্গণে দ্রুত জীবন রক্ষাকারী সরঞ্জাম নিয়ে আসতে জেল কতৃপক্ষকে অনুরোধ করি আমি।’

পিএমএল-এন’র নেতা মরিয়ম নওয়াজ আরো বলেন,‘পাকিস্তানের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সবচেয়ে বড় রাজনৈতিক দল ও লাখ লাখ মানুষের জনপ্রিয় নেতা হিসেবে নওয়াজ শরীফ অন্ততঃ এই সেবা পাওয়ার অধিকার রাখেন।’

এর আগে নিজ পরিবারের সদস্যদের অনুরোধ সত্ত্বেও চিকিৎসার জন্য হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

অন্যদিকে পিএমএল-এন’র শীর্ষ নেতা নওয়াজ শরীফকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে পাঞ্জাবের প্রাদেশিক সরকারকে নির্দেশ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ, পিএমএল-এন নেতা মরিয়ম নওয়াজ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, হামজা শাহবাজ ও নওয়াজ শারীফের ব্যক্তিগত চিকিৎসক আদনান পাঞ্জাবের কোট লাখপাত জেলে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। এসময় তারা নওয়াজ শরীফের চিকিৎসার জন্য প্রয়োজনীয় কিছু ঔষধও নিয়ে যান।

সাক্ষাতের সময় তারা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়ার অনুরোধ করলে নওয়াজ শরীফ বলেন, তিনি জেলে ভালো আছেন এবং তার সাথে কৌতুক করার প্রয়োজন নেই।

সাবেক এই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনান বলেন, নওয়াজ শরীফের হার্টের অবস্থার জন্য তার তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন। এর আগে বৃহস্পতিবার নওয়াজকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে পাঞ্জাব সরকারকে নির্দেশ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কেন্দ্রীয় তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী তার টুইটার অ্যাকাউন্টে এই তথ্য প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন,‘সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার পছন্দের হাসপাতাল ও ডাক্তারের নিকট চিকিৎসা নিতে দেয়া উচিত। পাশাপাশি তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশও বাস্তবায়ন করতে হবে।’

এরপর সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে দেশের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয় পাঞ্জাব সরকার। পাঞ্জাব প্রাদেশিক সরকারের মুখপাত্র বলেন, নওয়াজ শরীফ যদি লন্ডন থেকে তার ব্যক্তিগত চিকিৎসককে ডেকে পাঠাতে চান, তাহলে সরকারের কোনো সমস্যা নেই। এই বিষয়ে কারাবন্দী নওয়াজের পরিবারকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে চিঠি লিখেছে প্রাদেশিক সরকার।

তিনি আরো বলেন,‘নওয়াজ শরীফ এই মুহূর্তে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন এবং তিনি জামিন পাওয়ার জন্য অপেক্ষা করতে চান।’

পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বলেন,‘মন্ত্রীরা চিকিৎসার কাজে বিদেশে যেতে পারেন। কিন্তু যে মানুষটি পাকিস্তানকে পরমাণু অস্ত্রে সজ্জিত করেছেন, তাকে যথাযথ চিকিৎসা নেয়ার অনুমতি দেয়া হচ্ছে না।’ সূত্র : দ্য ডন ও দুনিয়া নিউজ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top