খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

খুলনার দৌলতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহতের নাম মিরাজুল ইসলাম মিরাজ। ‘বন্দুকযুদ্ধে’ নিহত মিরাজকে ডাকাত বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বড়মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরাজ ফুলবাড়ীগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।

দৌলতপুর থানার ওসি কাজী মোস্তাক আহমেদ জানান, শুক্রবার রাতে দৌলতপুরের সেনপাড়া এলাকা থেকে ১০টি মামলার আসামি মিরাজকে গ্রেফতার করা হয়। পরে মিরাজের স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে রাতেই চুরি করা মালামাল উদ্ধারের জন্য কৃষি কলেজের পেছনে বড়মাঠ এলাকায় অভিযানে যায় পুলিশ।

তিনি আরো বলেন, এসময় আগে থেকে ওৎপেতে থাকা সেখানে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে মিরাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড গুলি, দুইটি রামদা, একটি ছুরিসহ চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির নয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top