রাজবাড়ীর গোয়ালন্দে ট্রেনের সামনে চলে যাওয়া নিজের একটি ছাগলকে বাঁচাতে গিয়ে শুকুরজান বেগম (৫০) নামে এক নারী ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল পাটনি বাঁধা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
শুকুরজান ওই এলাকার অটোবাইক চালক সহিদ মন্ডলের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য বাদল খান ও লোকমান হোসেন জানান, শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা পোড়াদহগামী দ্রুতগতির সাটল ট্রেনটি পাটনি বাঁধা ব্রিজের কাছে পৌঁছালে ওই নারীর একটি ছাগল ট্রেনের সামনে পড়ে। এ সময় তিনি ছাগলটিকে রক্ষা করতে গেলে অসাবধানতার কারণে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।