ওয়েলিংটন টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত

ওয়েলিংটনে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটির প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারণে আজ শুক্রবার খেলা শুরুই হতে পারেনি।  অব্যাহত বৃষ্টির মুখে কয়েক দফা পেছানোর পর শেষ পর্যন্ত আজদের দিনের জন্য খেলাটি বাতিল করা হয়। বিকেলের দিকে অবশ্য বৃষ্টি কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া ভালো থাকলে আগামীকাল খেলা হবে। এমনকি খেলা আধা ঘণ্টা আগেও শুরু হবে আবহাওয়া ভালো থাকলে।
আজ খেলা শুরু হতে না পারায় বাংলাদেশ দলের জন্য ভালো হতে পারে। উইকেটরক্ষক মুশফিকুর রহীম এই একটি দিনের সুযোগে খেলার জন্য ফিট হয়ে পড়তে পারেন। আজ টসও না হওয়ায় একাদশ ঘোষিত হয়নি। ফলে তিনি ফিট হয়ে ওঠলে এই টেস্টে খেলতেও পারেন।

এই ম্যাচে মোস্তাফিজও দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ওয়েলিংটনের বাতাসে তার বোলিং বেশি কার্যকর হবে ধারণা করেই হ্যামিল্টন টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে।
এই টেস্টে বাঁহাতি পেসার ফিরছেন, সেটি নিশ্চিত করে দিয়েছেন মাহমুদউল্লাহ। তবে কার জায়গায় ফিরবেন একাদশে, সেটি নিশ্চিত করেননি ভারপ্রাপ্ত অধিনায়ক।

তিন টেস্ট সিরিজে প্রথমটিতে পরাজয়ের ফলে বাংলাদেশ এখন ০-১-এ পিছিয়ে আছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top