সামনেই দেশজুড়ে নির্বাচন। তার আগেই তৃণমূল কংগ্রেসের লোগো বদলে ফেললেন মমতা ব্যানার্জি। অনেক আগে থেকেই মোদির এই শাসন পরিবর্তন আহ্বান জানাচ্ছিলেন। এবার নিজের দলের লোগো বদলে যেন সেই পথে আরেক পা এগিয়েছেন মমতা।
এতদিনের চেনা লোগোতে দেখা যেত জাতীয় পতাকার ছবি। পতাকার সবুজ ছুঁয়ে আঁকা জোড়া ঘাসফুলের ছবি। তাকে ঘিরে একটি বৃত্ত। সেই বৃত্তের বাইরে আরও একটি বৃত্ত। তাতে ঘিরে লেখা ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’।
পুরোনো সেই লোগো পাল্টে আবার নতুন করে লোগো বানালেন মমতা। দুটোর ধারণাই এসেছে মমতার মাথা থেকেই।
নতুন লোগোতে জাতীয় পতাকার প্রেক্ষাপটে জোড়া ঘাসফুলের ছবি, নীচে লেখা ‘তৃণমূল’ লেখাটি। তারও নীচে লেখা ‘আমার আপনার বাংলার’। ঘাসফুলের ছবির পিছনে সাদা বৃত্ত ও অবশিষ্ট অংশ নীল।
প্রসঙ্গত, প্রায় দু’দশক আগে কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল প্রতিষ্ঠা করেন মমতা। ১৯৯৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় তৃণমূল। তার ঠিক আগে ১৯৯৭ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন কমিশনে নথিভুক্ত হয় দলটি। ‘জোড়া ঘাসফুল’ প্রতীক দেয় নির্বাচন কমিশনই। নতুন দলের প্রতীকটির পরিকল্পনা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ বার নির্বাচনকে সামনে রেখে পরিবর্তন আসলো সেই চেনা লোগোতে।