আমাজন বনাঞ্চলে অবৈধ খনি কার্যক্রমে বেশ ঝুঁকির মধ্যে পড়েছে। এ অবস্থায় সেখানে পরিস্থিতি পাল্টাতে সামরিক ইউনিট মোতায়েন করেছে পেরু।
গত মঙ্গলবার সেখানে চারটি সামরিক ঘাঁটি যাত্রা শুরু করে। এসব ঘাঁটিতে থাকা সেনা সদস্যরা ড্রোন ও স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে আমাজন রক্ষায় কাজ করবেন।
এর দুই সপ্তাহ আগে পেরু সরকার আমাজনের ভূমি ও নদী দূষিত করার অভিযোগে হাজার হাজার স্বর্ণখনি উচ্ছেদ করে। এর পরপরই তারা সেনা মোতায়েনের এ সিদ্ধান্ত নেয়।
যে চারটি ঘাঁটি স্থাপন করা হয়েছে, তার প্রত্যেকটিতে ১০০ সেনা সদস্য, ৫০ পুলিশ কর্মকর্তা এবং একজন প্রসিকিউটর থাকবেন। প্রথম ঘাঁটিটি স্থাপন করা হয়েছে পেরুর মাদ্রে ডি ডিঅস অঞ্চলে। কয়েক সপ্তাহ আগে সেখানে সোনার ব্যবসায়ীদের অবস্থান ছিল।
পেরুর অর্ধেকের বেশি অংশই পড়েছে আমাজন অংশে। এসব জায়গায় বেশ কিছুদিন ধরে চাষাবাদ, খামার ও অবৈধ খনির কারবার নাটকীয়ভাবে বেড়ে গেছে।