সাভার পৌর এলাকার ডগরমোড়ায় তৃতীয় শ্রেণির শিশু ছাত্রীকে কোমল পানীয়ের সাথে মাদক মিশিয়ে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত বখাটে ধর্ষক বাবু পলাতক রয়েছে। পুলিশ তাকে এখনো আটক করতে পারেননি।
জানা যায়, স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী (১২) কে গত সোমবার রাতে পাওয়া যাচ্ছিল না। রাতে তার মা-বাবাসহ স্বজনরা খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাননি। পর দিন মঙ্গলবার প্রতিবেশী ডগরমোড়ার বাবুদের বাড়ির দোতলা ছাদের উপর পানির ট্যাংকের পাশে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়া হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার তাকে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির বাবা গণমাধ্যমে অভিযোগ করে বলেন, বাবু কোমল পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে শিশুটিকে পান করিয়ে বাবুর কক্ষে নিয়ে অস্বাভাবিক অবস্থায় তাকে ধর্ষণ করেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাঃ ফেরদৌসী আক্তার জানান, আমাদের হাসপাতালে শিশুটি নিয়ে এলে আমরা তাকে নিয়মানুযায়ী ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়ে দেই।
সাভার মডেল থানা পুলিশের (এসআই) ইখলাস উদ্দিন জানান, এ ঘটনায় শিশুটি বাবা থানায় মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত বখাটে বাবুকে আটকের চেষ্টা চলছে।