মুসলিমদের প্রতি আচরণ বিষয়ে ভারতকে সতর্ক করে দিয়েছে জাতিসঙ্ঘ। বুধবার জাতিসঙ্ঘের মানবাধিবার বিষয়ক প্রধান মিশেল বেচলেট ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, ‘বিভাজনের নীতি’র ফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্থ হতে পারে। তিনি আরো বলেন, অসম সমাজ ব্যবস্থার দেশটিতে সংকীর্ণ রাজনৈতিক অ্যাজেন্ডা ইতোমধ্যে ভারতের সংখ্যালঘুদের প্রান্তিক জনগোষ্ঠী করে তুলছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে ইউরোনিউজ অনলাইন।
তিনি বলেন, আমরা এমন রিপোর্ট পাচ্ছি যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চলছে দেশটিতে। এর শিকার হচ্ছেন মুসলিম ও অনগ্রসর আরো কিছু গ্রুপ। এর মধ্যে রয়েছে দলিত ও আদিবাসীরা। জেনেভায় জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলে দেয়া বার্ষিক রিপোর্টে বেচলেট এসব কথা বলেছেন।