দিনাজপুর উপজেলার বীরগঞ্জে ট্রাকচাপায় আজিজুল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার কল্যাণী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুল জেলার খানসামা উপজেলার সুলসুলিপাড়ার একিমউদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
বীরগঞ্জ থানার ওসি শাকিলা পারভীন জানান, দুপুরে ভ্যান চালিয়ে বীরগঞ্জ থেকে খানসামা যাচ্ছিলেন আজিজুল। পথে কল্যাণী বাজারের কাছে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে আজিজুল ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি স্থানীয়রা আটক করেছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।