মিষ্টির প্যাকেটের ওজনই ১৩৪ গ্রাম!

আত্মীয় বা কুটুম বাড়ি যাবেন, মিষ্টি দরকার। আতিথেয়তা, সুসংবাদ, পারিবারিক আয়োজন বা যেকোনো অনুষ্ঠান, সব জায়গাতেই চাই মিষ্টান্ন। মিষ্টি তো আর কেউ হাতে বা পকেটে নিবেন না, মিষ্টি তো হোটেল বা দোকানের নির্দিষ্ট প্যাকেটেই নিতে হবে। আর সেই মিষ্টির প্যাকেটের ওজন যদি হয় অস্বাভাবিক, তবে কেমন হয়!

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে একটি দোকানের মিষ্টির প্যাকেটের ওজন পাওয়া গেছে অস্বাভাবিক। শহরের দাস মিষ্টান্ন ভাণ্ডারের একটি মিষ্টির প্যাকেটের ওজন ১৩৪ গ্রাম। ওজনে কম দেয়া, খাদ্যে ভেজাল, পঁচা ও বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতে মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বহরপুর বাজারের এই অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়। জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে বহরপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মুনমুন বেকারীকে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার করার দায়ে ৪২ ধারায় ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও সংরক্ষণের দায়ে দাস মিষ্টান্ন ভান্ডারকে ৪৩ ধারায় ৩ হাজার ৫০০ টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ৩৮ ধারায় বিশ্বকর্মা জুয়েলার্সকে ১ হাজার ও রমজান মাংস ভান্ডারকে ১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর সহায়তা করে। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয়েছে বলে জানান মোঃ শরিফুল ইসলাম।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top